রাজনীতি

গাংনীতে নানা আয়োজনে জাতীয় শোক দিবস পালন

By মেহেরপুর নিউজ

August 15, 2015

মেহেরপুর নিউজ,১৫ আগষ্ট: গাংনী উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে বাসষ্টান্ডে পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সেলিনা আক্তার বানু ,মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এম এ খালেক, গাংনী উপজেলা আওয়ামীলীগের সভাপতি সহিদুজ্জামান খোকন, সাধারন সম্পাদক গোলাম মোস্তফা, পৌর আওয়ামীলীগের সভাপতি সানোয়ার হোসেন বাবলু, আশরাফুল ইসলাম ভেন্ডার সহ আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া গাংনী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মসজিদে মসজিদে দোয়া, চিত্রাংকন ও চেতনায় বঙ্গবন্ধু শীর্ষক রচনা প্রতিযোগিতার আয়োজন করে।

পরে গাংনী উপজেলা যুবলীগের উদ্দ্যেগে পালন করা হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪০ তম শাহাদত বার্ষিকী। দিবস টি উপলক্ষে পতাকা উত্তোলন করেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন। শনিবার সকাল সাড়ে ৮ টার দিকে গাংনী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন শেষে একটি শোক র‌্যালি নিয়ে শহীদ মিনারে রাখা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে শেষ হয়। র‌্যালিতে নেতৃত্ব দেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন। এসময় গাংনী পৌর মেয়র আহমেদ আলী,সাবেক উপজেলা চেয়ারম্যান একেএম শফিকুল আলম, শহিদুল ইসলাম শাহ,ইয়াসিন রেজা,যুবলীগ সভাপতি মেশাররফ হোসেন,সাধারন সম্পাদক শফি কামাল পলাশ সহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। পরে কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়।