ইতিহাস ও ঐতিহ্য

গাংনীতে নানা আয়োজনে বিজয় দিবস পালিত

By মেহেরপুর নিউজ

December 16, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৬ ডিসেম্বর: জাতীর সূর্য সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধায় অবনত হয়ে পড়ে গাংনী উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক, বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ। হাড় কাঁপানো শীতকে উপেক্ষা করে রাত ১২টা ১ মিনিটের সময়ে দিবসের কর্মসূচি শুরু হয়েছে। সকাল সাড়ে ৭ টার সময় মেহেরপুর-২ গাংনী আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের নেতৃত্বে একটি বিরাট র‌্যালি নিয়ে গাংনী উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে এসে পুস্পস্তবক অর্পন করেন। এসময় জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান একেএম শফিকুল আলম, জেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক মকলেচুর রহমান মুকুল, মহিলা বিষয়ক সম্পাদক নারী নেত্রী নুরজাহান বেগম, আওয়ামীলীগ নেতা ইয়াসিন রেজা, গাংনী উপজেলা আওয়ামীীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ষোলটাকা ইউনিয়ন চেযারম্যান আয়ূব আলী,  ধানখোলা ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, গাংনী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক শফি কামাল পলাশ, জেলা ছাত্রলীগের সহসভাপতি সাহিদুজ্জামান শিপু,  উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন, সৈনিকলীগের সহসভাপতি জিয়াউর রহমান জিয়া প্রমুখ।

এর আগে গংনী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পন করেন। পরে বিরাট র‌্যালি নিয়ে এসে গাংনী উপজেলা শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন ও সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন এমপি মকবুল হোসেন। পরে গাংনী উপজেলা মুক্তিযোদ্ধা কার্যালয়ে জাতীয় ও মুিিক্তযোদ্ধা পতাকা উত্তোলন করেন তিনি। এসময় মুক্তিযোদ্ধা কমান্ডার মুনতাজ আলী, সাবেক কমান্ডার সামসুল আলম সোনা, আমিরুল ইসলাম উপস্থিত ছিলেন। এসময় মুক্তিযোদ্ধাদের একটি দল গার্ড অব অনার প্রদান করলে এমপি মকবুল হোসেন তাদের সালাম গ্রহন করেন।