ইতিহাস ও ঐতিহ্য

গাংনী ও মুজিবনগরে নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত

By মেহেরপুর নিউজ

December 16, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৬ ডিসেম্বর:

মহান বিজয় দিবস উপলক্ষে গাংনীতে সকাল ৬ টা ১ মিনিটে ৩১বার তপোধ্বনীর মধ্যে দিয়ে আনুষ্ঠানিক ভাবে দিবসের সূচনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুস সালাম। পরে গাংনী ফুটবল মাঠে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রাহন করেন উপজেলা চেয়ারম্যান একেএম শফিকুল আলম,উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুস সালাম ও গাংনী থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুদুল আলম। এর আগে মুক্তিযোদ্ধা কমান্ড সহ বিভিন্ন স্কুল কলেজ সামাজিক সংগঠন শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এর পর গাংনী উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাহিদুজ্জমান খোকন,দশম সংসদ নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থী এমএ খালেক,ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক গোলাম মোস্তফা,আওয়ামীলীগ নেতা হাজি মোহাসিন আলী শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। এসময় আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মিরা উপস্থিত ছিলেন। এরপর গাংনী বিএনপি’র কার্যালয়ের সামনে পতাকা উত্তালনের মধ্যে দিয়ে দিবস টি শুর“ করে বিএনপি। এসময় বিএনপি নেতা আব্দুর রাজ্জাক মাষ্টার,জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক আব্দাল হক,পৌর বিএনপি’র যুগ্ন সম্পাদক মকবুল হোসেন মেঘলা সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মিরা উপস্থিত ছিলেন। এরপর সাবেক এমপি ও সংসদ নির্বাচনে সতন্ত্র প্রার্থী মকবুল হোসেন গাংনী সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়ের সামনে পতাকাত্তালন করেন। এসময় পৌর মেয়র আহমেদ আলী সহ নেতা কর্মিরা উপস্থিত  ছিলেন।

মুজিবনগর:

অপরদিকে ,মহান বিজয় দিবস উপলক্ষে মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পার্ঘ অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী অফিসার অরুন মন্ডল, মুজিবনগর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান,মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল জলিল,উপজেলা আওয়ামীলীগের সভাপতি জিয়াউদ্দীন বাবলু,ভাইস চেয়ারম্যান কামরুল ইসলাম চাঁন্দু সহ সামাজিক সংগঠন ও স্কুল কলেজের ছাত্রছাত্রীরা।