বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে নারীর আত্মহত্যা

By মেহেরপুর নিউজ

July 17, 2023

গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী ইউনিয়নের দেবীপুর গ্রামে গলায় ওড়না পেঁচিয়ে পানশুনা খাতুন (৬০) নামের এক নারী আত্মহত্যা করেছেন। পানশুনা দেবীপুর গ্রামের প্রাইমারী স্কুলপাড়ার আব্দুস সাত্তারের স্ত্রী।

সােমবার সকালে নিজ ঘরের আড়ার সাথে পানশুনার ঝুলন্ত মরদেহ দেখতে পায় পরিবারের সদস্যরা। খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটিদল তার মরদেহ উদ্ধার করে। স্থানীয়রা জানান,পারিবারিক কলহের জের ধরে পানশুনা পরিবারের সদস্যদের উপর অভিমানে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।

গাংনী থানা সূত্র মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।