টপ নিউজ

গাংনীতে পবিত্র ঈদুল ফিতরের নামাজ কখন কোথায়

By মেহেরপুর নিউজ

May 02, 2022

 গাংনী প্রতিনিধি :

এক মাস ছিয়াম সাধনার পর আগামীকাল মঙ্গলবার পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে। অন্যান্য স্থানের ন্যায় মেহেরপুরের গাংনী উপজেলার বিভিন্ন গ্রামে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে।

গাংনী উপজেলা শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে সকাল ৮টা, গাংনী পৌর এলাকার চৌগাছা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টা,হাড়িয়াদহ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টা,হাড়িয়াদহ আহলেহাদিস ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭টা,কাজীপুর কাঁচারী পাড়া ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮ টার সময়। এদিকে, গাংনী উপজেলার ১৪৫টি গ্রামের অধিকাংশ গ্রামে ঈদগাহ ময়দান রয়েছে। ইতােমধ্যে প্রত্যেকটি ঈদগাহ ময়দান প্রস্তুত করা হয়েছে।

খােঁজ নিয়ে জানা গেছে, গাংনী উপজেলার হানাফি মতের অধিকাংশ মুসল্লিরা পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন সকাল ৮টার সময়। তবে আহলেহাদিস মতের মুসল্লিরা পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন ৮টার আগেই। গাংনী কেন্দ্রীয় ঈদগাহ কমিটির সাধারণ সম্পাদক এনামুল হক জানান,গাংনী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে গাংনী পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের মুসলিম সস্প্রদায়সহ দূর-দূরন্তের মুসল্লিরা এবারে ঈদের নামাজ আদায় করবেন বলে আশা করছি।