টপ নিউজ

গাংনীতে পবিত্র রমজান মাসকে সামনে রেখে সবজির দাম উর্ধ্বমুখি

By মেহেরপুর নিউজ

April 02, 2022

 সাহাজুল সাজু :

পবিত্র রমজান মাসকে সামনে রেখে মেহেরপুরেরর গাংনীতে সবজির দাম বেড়েছে। রবিবার রমজান মাসের শুরু। শুরুর একদিন আগেই বেড়ে গেছে কাঁচা সবজিসহ নিত্যপণ্যের দাম। কিছু সবজির দাম বেড়েছে কেজি প্রতি ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত।

পবিত্র রমজান মাস শুরুর আগে বাজারে নিত্যপণ্যের দাম বাড়াটা যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। গাংনী উপজেলা শহরসহ বিভিন্ন সবজি বাজারে বেগুন বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে, যা গতকাল ছিল ৩০ টাকা থেকে ৪০ টাকা দর। এছাড়াও শসা কেজি ৭০-৮০ টাকা, গতকাল যা ছিল ৬০ টাকা। পটল ৮০ টাকা কেজি,কাঁচা মরিচ ৫২ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এছাড়াও অন্যান্য সবজির দাম কেজি প্রতি ১০ টাকা থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে। তবে অপরিবর্তিত রয়েছে কিছু কিছু সবজির দাম। এছাড়াও মাছ ও মাংসের দাম বৃদ্ধি পেয়েছে। সবজিসহ খাদ্যদ্রব্য আমদানি কম হওয়ায় দাম বৃদ্ধি হয়েছে বলে খুচরা ব্যবসায়ীরা জানান। উর্ধ্বতন কর্তৃপক্ষ বাজার মনিটরিং করলেই সবজিসহ অন্যান্য সামগ্রীর দাম নিয়ন্ত্রণ আসবে বলে ক্রেতা-সাধারণরা জানান।