বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে পারিবারিক কলহের সংঘর্ষে আহত আসাদুল ইসলামের মৃত্যু

By মেহেরপুর নিউজ

April 14, 2016

মেহেরপুর নিউজ, ১৪ এপ্রিল: মেহেরপুরের গাংনী  পৌর এলকার শিশিরপাড়ায় সালিস বৈঠক চলাকালে সংঘর্ষে আহত আসাদুল ইসলামের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। গত বুধবার সকালে গাংনীতে পারিবারিক কলহের একটি অভিযোগের সালিশ চলাকালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে মহিলাসহ অন্তত ৭ জন আহত হয়। উভয় পক্ষের আহতরা হলেন আজিজুল হক (৬০) ও তার ছেলে জামাল উদ্দিন (৪৫), মিজানুর রহমান (৪০), আব্দুল হক (৫৮), তার জামাতা আসাদুল হক (৪৫), মেয়ে দেলোয়ারা খাতুন (৩৫) ও বানুয়ারা খাতুন (৩০)। এদের মধ্যে আসাদুলের অবস্থা আশংকা জনক হওয়ায়  মূমূর্ষবস্থায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয় সেখানে তার মৃত্যু হয়। স্থানীয়রা জানায়, আজিজুল হকের জামাতা প্রতিবেশী আব্দুল হকের ছেলে আমিরুল ইসলাম সম্প্রতি অন্যত্র দ্বিতীয় বিয়ে করেন। এনিয়ে গ্রামে সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উভয় স্ত্রীকে নিয়ে সংসার করার সিদ্ধান্ত দেন মাতব্বররা। এতে ক্ষুব্ধ হয়ে আব্দুল হক স্থানীয় পৌর কাউন্সিলর মিজানুর রহমানের কাছে নালিশ জানায়। বুধবার সকালে কাউন্সিলর মিজান উভয় পক্ষকে ডেকে বিষয়টি মিমাংসার চেষ্টা করেন। এসময় উভয় পক্ষের মধ্যে বাক বিতন্ডার এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে উভয় পক্ষের  ওই ৭জন আহত হয়।