মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৮ ডিসেম্বর:
মেহেরপুরের গাংনী উপজেলার বামুন্দী -দেবীপুর মাঠের মধ্যে থেকে মাইক্রোবাসে তল্লাশী অভিযান চালিয়ে ৫ টি হাত বোমা উদ্ধার করেছে বামুন্দী পুলিশ ফাঁড়ির টহল সদস্যরা। এসময় টহল পুলিশের উপর একটি বোমা নিক্ষেপ করেছে দূবৃত্তরা। তবে এ ঘটনায় কেউ আহত হননি। এ ঘটনায় মাইক্রো চালক আশিক মিয়াকে আটক করেছে পুলিশ। আশিক মিয়া গাংনী উপজেলার –গ্রামের সাহেবনগর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। গাংনী থানার ওসি রিয়াজুল ইসলাম জানান, আজ রবিবার রাত সাড়ে ৮ টার দিকে গাংনীর বামুন্দী পুলিশ ফাঁড়ির একটি টহল দেবীপুর মাঠের মধ্যে টহল দিচ্ছিলেন। এসময় বামুন্দী থেকে একটি মাইক্রোবাস দেবীপুরের দিকে যাওয়ার সময় পুলিশ সদস্যরা মাইক্রোবাসটিকে থামানোর চেষ্টা করে। মাইক্রোবাসটি থামিয়ে কয়েকজন দূর্বৃত্ত পালানোর চেষ্টা করে। এসসময় পুলিশের দলটি তাদের ধাওয়া করলে পুলিশকে লক্ষ্য করে একটি হাত বোমা ছুঁড়ে পালিয়ে যায তারা। ইনচার্জ তৌহিদুল ইসলামসহ সংগীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মাইক্রোবাসের মধ্যে থেকে লাল টেপ মোড়ানো ৫ টি হাতবোম উদ্ধার করে পুলিশ। গাংনী থানার ওসি রিয়াজুল ইসলাম জানান, আটক মাইক্রেবাস চালক আশিককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বোমাগুলো নিস্ক্রিয় করার জন্য গাংনী থানায় নেওয়া হয়েছে।