বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে পুলিশের সঙ্গে বন্ধুকযুদ্ধে দুই যুবক নিহত

By মেহেরপুর নিউজ

April 14, 2017

মেহেরপুর নিউজ, চৌদ্দ এপ্রিল :

মেহেরপুরের গাংনীতে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে সন্দেহভাজন দুই চাঁদাবাজ নিহত হয়েছে। আজ শুক্রবার ভোর ৩ টার দিকে মালসাদহ-হাড়িয়াদহ সড়কের এসএবি ইটভাটা এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্র গুলি বোমা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। বন্দুকযুদ্ধের ঘটনায় ৪ জন পুলিশ আহত হয়েছে। গাংনী থানার ওসি আনোয়ার হোসেন জানান,মালসাদহ-হাড়িয়াদহ সড়কের এসএবি ইটভাটায় কয়েকজন চাঁদাবাজ চাঁদা নিতে আসছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। এসময় চাঁদাবাজরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশ কে লক্ষ করে গুলি ছোড়ে। পুলিশ পাল্টা গুলি ছুড়লে শুরু হয় বন্দুকযুদ্ধ। এ সময় ঘটনাস্থল থেকে দুজকে কে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে গাংনী হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন। গাংনী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সজিব উদ্দীন জানান,হাসপাতালে আসার পূর্বের তাদের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে দুটি বোমা,একটি এলজি শার্টারগান, দু রাউন্ড গুলি ও দুটি দেশীয় রামদা উদ্ধার করা হয়েছে। বন্দুক যুদ্ধের ঘটনায় এসআই শংকর কুমার ঘোষ,এএসআই রফিক,কনষ্টেবল মতিউর,কনষ্টেবল খাইরুল আহত হয়েছে। আহতদের গাংনী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।