রাজনীতি

গাংনীতে পুলিশের সাথে বিএনপি নেতা কর্মিদের সাথে ধস্তা ধস্তি।।জিয়াউর রহমানের ৩১ তম মৃত্যু বার্ষিকী অনুষ্ঠান পন্ডু

By মেহেরপুর নিউজ

May 30, 2012

জুলফিকার আলী কানন,মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩০ মে: পুলিশ ও বিএনপি নেতা কর্মিদের ধস্তাধস্তির মধ্যে দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩১ তম মৃত্যু বার্ষিকী পালন পন্ড হয়ে গেছে। গাংনী উপজেলা বিএনপি’র উদ্যোগের জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকীতে কাঙালীভোজ মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে স্থানীয় বিএনপি। দুপুরের পর থেকেই বিভিন্ন গ্রাম থেকে নেতা কর্মিরা আসতে শুরু করে। হঠাৎ করেই গাংনী থানার অফিসার ইনচার্জ বিমল কৃষ্ন মলি­কসহ বিপুল পরিমান পুলিশ বিএনপি অফিস অবরুদ্ধ করে ফেলে। এসময় পুলিশ

মেহেরপুর জেলা বিএনপি’র সভাপতি ও মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য আমজাদ হোসেনকে বাইরে কর্মসূচি পালন করতে নিষেধ করেন। পুলিশী বাধা উপেক্ষা করে গাংনী উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু চেয়ারম্যানের নেতৃত্বে বিএনপি নেতা কর্মিরা অফিসের বাইরে বেরিয়ে এসে বিক্ষোভ মিছিল শুরু করেন। পরে গাংনী থানার বিপুল পরিমান পুলিশ মিছিলকারী নেতা কর্মিদের ঘীরে ফেলে ব্যানার ছিনিয়ে নিতে চাই। এসময় বিএনপি নেতা কর্মিদের সাথে পুলিশের ব্যাপক ধস্তাধস্তি হয়। পরে বিএনপি জাতীয় কমিটিন ত্রান বিষয়ক সহ সম্পাদক ও মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য আমহাদ হোসেন পুলিশী বাধা ও পুলিশের সৈরতান্ত্রিক আচরনের প্রতিবাদের স্থানীয় সাংবাদিকদের সাথে সম্মেলন করেন। সাংবাদিক সম্মেলনে আমজাদ হোসেন বলেন, আমরা জেলা প্রশাসকের অনুমতি নিয়ে গাংনীতে গাংনীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকী পালনের প্রস্তুতি নিয়েছিলাম। এ উপজেলার প্রায় ১৫ হাজার লোকের সমাগম হয়েছে। কিন্তু সরকারের পেটুয়া বাহিনী পুলিশ আমাদের নেতা কর্মিদের সকাল থেকেই অফিস কক্ষের মধ্যে অবরুদ্ধ করে রাখে। এক পর্যায়ে আমাদের নেতা কর্মিরা শান্তিপূর্ণ র‌্যালি ও মিলাদ মাহফিল করতে চাইলে পুলিশ শোক র‌্যালির ব্যানার ছিনিয়ে নেয়। তিনি বলেন, এর আগে জাতীয় পতাকা তুলতে চাইলেও সেখানেও পুলিশ বাধা দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করতে দেয়নি। সাংবাদিক সম্মেলনে তিনি বিএনপি’র জাতীয় নেতা কর্মিদের মুক্তির দাবী জানান। এসময় গাংনী উপজেরা বিএনপি’র সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু বলেন, বিনা উস্কানিতে পুলিশ আমাদের কর্মসূচি পালকরতে না দিয়ে তার্রামান করেছে পুলিশ এ ফ্যাসিষ্ট সরকারের একটি পেটুয়া বাহিনী। তিনি অভিযোগ করে বলেন, আমরা গাংনী’র দূশমন ভেন্ডারী আশরাফুল ইসলামের দূর্নিতী’র চিত্র তুলে ধরবো এবং আশরাফুল ইসলামের পালন কর্তা দূর্নিতীবাজ আওয়ামীরীগ নেতা কর্মিদের মুখোশ উন্মোচন  করে দেব এ ভয়ে দূর্নিতীবাজ আওয়ামীলীগ নেতা কর্মিরা পুলিশ দিয়ে আমাদের কর্মসূচি ভন্ডুল করেছে।