বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে পুলিশ কনস্টেবলের সাথে নাবালিকার বাল্যবিয়ে পন্ড

By মেহেরপুর নিউজ

August 13, 2016

মেহেরপুর নিউজ,১৩ আগষ্ট: মেহেরপুরের গাংনী উপজেলার রাইপুর ইউনিয়নের শালদহ গ্রামে পুলিশ কনস্টেবলের সাথে এক ছাত্রীর বাল্যবিয়ের আয়োজন করায় স্থানীয় পুলিশের বাধায় সে বিয়ে পন্ড হয়েছে। তবে যে কোনো সময় আবারও ওই বিয়ে হয়ে যেতে পারে বলে এ্লাকায় গুঞ্জন চলছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,রাইপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামের আব্দুল খালেক-এর ছেলে ও চুয়াডাঙ্গায় জেলায় কর্মরত পুলিশ কনস্টেবল সবুর আলীর সাথে একই ইউনিয়নের শালদহ গ্রামের জাবুর আলীর মেয়ে এবং স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী সুমনার বিয়ের আয়োজন করা হয়। অপ্রাপ্ত বয়সে সুমনার বিয়ে খবর পান গাংনী উপজেলা নির্বাহী অফিসার আরিফ উজ-জামান। উপজেলা নির্বাহী অফিসার বিয়ে বন্ধ করার জন্য গাংনী থানার ওসিকে নিদের্শ প্রদান করেন। ওসি স্থানীয় হেমায়েতপুর পুলিশ ক্যাম্পকে অবহিত করলে,ক্যাম্পের ইনচার্জ কৃঞ্চপদ রায় সঙ্গীয় ফোর্স নিয়ে ছাত্রীর বাবার বাড়িতে উপস্থিত হয়ে বিয়ে বন্ধ করেন। স্থানীয়রা জানান,আজ শনিবার ওই ছাত্রীর সাথে গোপনে আবারো বিয়ে দেয়ার জন্য দুজনের পরিবার উদ্যোগ নিয়েছে। উপজেলা নির্বাহী অফিসার আরিফ উজ-জামান জানান,অপ্রাপ্ত বয়সী মেয়ের সাথে পুলিশ কনস্টেবল বিয়ে করলে, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।