বিশেষ প্রতিবেদন

গাংনীতে পুলিশ কর্মকর্তাকে অপসারণের দাবীতে সড়ক অবরোধ ও বিক্ষোভ সমাবেশ।। রাতে অবরোধ প্রত্যাহার

By মেহেরপুর নিউজ

January 30, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩০ জানুয়ারি: মেহেরপুরের গাংনী উপজেলার হেমায়েতপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ সহকারী উপপরিদর্শক (এ এস আই) মজনুর অপসারণ ও আটকের দাবীতে মেহেরপুর-কুষ্টিয়া সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মীরা। শেষ খবর পাওয়া পর্যন্ত গাংনী থানার ওসির আশ্বাসের পেক্ষিতে রাতে অবরোধ প্রত্যাহার করে নিয়ে যান চলাচলের জন্য  অবমুক্ত করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টার সময় মেয়র আহমেদ আলীর নেতৃত্বে আওয়ামীলীগ নেতাকর্মীরা জড়ো হয়ে গাংনী বাজার বাসস্ট্যান্ডে জড়ো হয়ে এ এস আই মজনুকে অপসারণ ও আটকের দাবীতে বাস চলাচল বন্ধ করে দেন তারা। এর আগে বিকেলের দিকে হেমায়েতপুর গ্রামের আওয়ামীলীগ কর্মী ঠান্ডু মিয়া ও আব্দুর রবকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) হেমায়েতপুর এলাকা থেকে আটক করেন। এলাকার আওয়ামীলীগ সমর্থক লোকজন  আসামী ধরাকে কেন্দ্র করে হেমায়েতপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ  এ এস আই মজনুকে দোষারূপ করে। মেয়র আহমেদ আলী জানান, হেমায়েতপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ এ এস আই মজনু’র বিরুদ্ধে মাদক বিক্রি, সরকারী গাছ কেটে বিক্রি ও মামলা ছাড়াই নিরীহ মানুষকে আটক করে অর্থ বানিজ্য করার আভিযোগে তাকে আটক এবং হেমায়েতপুর গ্রামের স্থানীয় আওয়ামীলীগ কর্মী আব্দুর রব ও ঠান্ডু মিয়া কে মুক্তির দাবিতে সড়ক অবরোধ করা  হয়েছে। এ এস আই মজনুকে হেমায়েতপুর পুলিশ ক্যাম্প থেকে অপসারণ করে আটক করা না হলে এলাকার লোকজন কঠোর আন্দোলনে যাবে। এব্যাপারে গাংনী থানার ওসি মাছুদুল আলম জানান, আটক আব্দুর রব ও ঠান্ডু মিয়ার নামে কোন মামলা আছে কিনা আমি এখনও জানিনা। আমি ঘটনাস্থলে থাকার কারনে তাদের বিরুদ্ধে কি ধরনের অভিযোগ আছে তা বলতে পারছিনা। অবরোধের সময় মেহেরপুর-কুষ্টিয়া সড়কে বাস সহ সকল ধরনের যান চলাচল বন্ধ ছিল।