বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে পূজা মন্ডুপ পরিদর্শন করলেন ডিসি ড.মুহাম্মদ আবদুল ছালাম

By Meherpur News

September 27, 2025

সাহাজুল সাজু :

মেহেরপুর জেলা প্রশাসক (ডিসি) ড. মুহাম্মদ আবদুল ছালাম গাংনী উপজেলার বিভিন্ন পূজা মন্ডুপ পরিদর্শন করেছেন।

শনিবার রাতে তিনি পূজা মন্ডুপ পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনােয়ার হােসেন। পরিদর্শনকালে,জেলা প্রশাসক ড. মুহাম্মদ আবদুল ছালাম পূজা আয়ােজক কমিটির সদস্যদের সাথে সার্বিক বিষয়ে খােঁজখবর নেন।