রাজনীতি

গাংনীতে পৃথক দু’টি ঘটনায় ১৪ বিএনপি সমর্থককে পিটিয়ে জখম

By মেহেরপুর নিউজ

March 13, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ১৩ মার্চ: ঘাস চোরকে আটক করে গণধোলায় দেওয়ার অপরাধে এবং জমির অবৈধ দখল করার প্রতিবাদ জানানোয় ২বিএনপি কর্মীর বাড়ি ঘর ভাঙচুর ও ১৪ জন বিএনপি কর্মী সমর্থককে পিটিয়ে জখম করেছে ক্ষমতাসীন ক্যাডাররা। রেহায় পায়নি নারী ও শিশূরাও । বৃহস্পতিবার সকালের দিকে পৃথক এ ঘটনা দু’টি ঘটে। আহতদের মধ্যে রয়েছে ইয়ার আলী (৪৫) এছাড়াকাবের আলী ((৩০) গাংনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকী সাব্বান আলীর ছেলে রাসেল (১১), কাবেরের স্ত্রী সাথী (২৪), রেজাউল হক ও তার  স্ত্রী জানেরা খাতুন, বাবুর ছেলে সুরোজ আলী, তরিকুল ইসলাম (১৮), নাজমূল হুদা (৪০), ইকলাস আলী, ও মতিয়ার রহমানকে স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের মধ্যে ইয়ার আলীর অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছে কর্তব্যরত চিকিৎসক। জানা গেছে, বেতবাড়িয়া গ্রামের নবীর উদ্দীন রাত ৩ টার সময় একই গ্রামের শরিফুল ইসলামের জমির নেপিয়ার ঘাস চুরি করতে গিয়ে ধরা পড়ে। এসময় গ্রামবাসি ঘাস চুরির অপরাধে নবীর উদ্দীনকে মারপিট করে গাছের সাথে বেধে রাখেন। এ ঘটনার জের ধরে আওয়ামীলীগ সমর্থকরা প্রায় ৩০/৪০ জন লোক হামলা চালিয়ে বিএনপি সমর্থকদের বাড়ি ঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও মারপিট করে। এসময় প্রায় ৮ বিএনপি সমর্থক নারী পুরুষ ও শিশু আহত হয়। তারা কাবের উদ্দীন ও মতিয়ার রহমান ফতুর বাড়ির গেট ও ঘরের জানালা ভেঙ্গে দিয়েছে। ঘাস চুরির অভিযোগে অভিযুক্ত নবীর উদ্দীন জানান, ঘাস চুরি করে যদি আমার অপরাধ হলে আমার নামে বিচার শালিস করে জরিমানা আদায় কর“ক। কিন্তু আমাকে মারপিট করে আমাকে নির্যাতন করেছে। নবীর উদ্দীন এখন গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। অপরদিকে, গাংনী পৌর সভার পশ্চিম মালশাদহ এলাকায় জমির দখল ঠেকাতে গিয়ে আওয়ামীলীগ সমর্থকদের হামলায় ৪ বিএনপি সমর্থক আহত হয়েছেন। আহতরা জানান, আজ সকালের দিকে আমাদের পৈত্রিক ৪/৫ বিঘা জমি আওয়ামীলীগ সমর্থক বাবর আলী, আব্দুল গণি ও রবিউল ইসলাম জোর করে চাষ দিতে যায়। এসময় আমরা বাধা দিতে গেলে তাদের লোকজন লাঠি শোঠা নিয়ে হামলা চালিয়ে ৪ জনকে আহত করে। আহতদের মধ্যে আব্দুল মতিনের ছেলে মানি হোসেন (২৩), আকবর আলীর ছেলে সাইফুল ইসলঅম (৩৩) গাংনী উপজেলা স্বাস্থ্য কমপে­ক্রে ভর্তি করা হয়েছে। এছাড়া তুষার আলী (২৩) ও আরাফাত হোসেন (২৪) কে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।