টপ নিউজ

গাংনীতে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত-৫ 

By মেহেরপুর নিউজ

August 19, 2019

মেহেরপুরের গাংনী উপজেলার মেহেরপুর-কুষ্টিয়া সড়কের পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় ৫ জন আহত হয়েছে। সোমবার দুপুরের দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের শিশিরপাড়া-বাঁশবাড়িয়ার ঝিঙিরপুল এলাকায় দুটি পাখিভ্যানের মধ্যে অতিক্রম করাকে কেন্দ্র করে এ দুর্ঘটনা ঘটে। এতে চারজন আহত হয়।

জানা যায়,দু’জন পাখিভ্যান চালক একে অপরকে অতিক্রম করার জন্য পাল্লা দেওয়া শুরু করে। যাত্রিরা নিষেধ করা সত্বেও ভ্যানচালকরা তাদের কথায় কান না দিয়ে বেপরোয়া গতিতে একে অপরকে পিছনে ফেলার চেষ্টা করে। এক পর্যায়ে দু’টি ভ্যানের চাকার সাথে ধাক্কা লেগে ভ্যান দু’টি উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে। এতে দুই ভ্যানের ৪ জন আহত হয়। পরে একই সড়কে শিশিরপাড়া মোড়ে দুটি মোটরসাইকেলের সংঘর্ষে একজন আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায় মোটরসাইকেল চালক চৌগাছা গ্রামের তিলাবত শেখ এর ছেলে শফিকুল ইসলাম প্রি-ক্যাডেট স্কুলে যাওয়ার জন্য ইন্ডিকেটর জ্বালিয়ে ডানে মোড় নেয় এমন সময় মেহেরপুরের দিক থেকে আসা অপর একজন মোটরসাইকেল চালক এসে তাকে ধাক্কা দিলে শফিকুল ইসলাম মারাত্মকভাবে আহত হয়। সড়ক দুর্ঘটনায় আহতরা হলো, বাশবাড়িয়া গ্রামের মৃত সুলতান হোসেনের স্ত্রী আজিরন (৭০), গোপালনগর গ্রামের আ: রহমানের ছেলে সাগর (৩৩), ইসলামনগর গ্রামের জয়নাল হোসেনের ছেলে ভ্যানচালক হারুন (৪০), মিমুলতলা গ্রামের জামাল উদ্দিনের মেয়ে মুক্তা(২২)।

স্থানীয়রা তাদের গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার সজিব উদ্দিন স্বাধীন আহতদের মধ্যে আজিরন ও শফিকুলকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

# গাংনী অফিস #