বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে পৌর মার্কেট নির্মাণে এবার বাধ সাধলো জেলা পরিষদ

By মেহেরপুর নিউজ

February 28, 2017

মেহেরপুর নিউজ,২৮ ফেব্রুয়ারি: মেহেরপুরের গাংনী তহবাজারে আদালতের নিষেধাজ্ঞা উপক্ষো করে পৌরসভার নির্মাণাধীন বিতর্কিত বহুতলা ভবনের স্থাপনা অপসারণ করতে এবার চিঠি দিয়েছে জেলা পরিষদ। সোমবার জেলা পরিষদের মুখ্য নির্বাহি কর্মকর্তা আবুল হাসনাৎ মোঃ লতিফুল কবীর স্বাক্ষরিত একটি চিঠি পৌর মেয়র আশরাফুল ইসলামের কাছে পাঠানো হয়েছে। একই আদেশের অনুলিপি জেলা প্রশাসক, ও গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও দেওয়া হয়েছে। জেলা পরিষদের চিঠিতে বলা হয়েছে, সার্ভেয়ার তদন্ত প্রতিবেদনে জানা গেছে মেহেরপুর জেলা পরিষদের মালিকানাধীন গাংনী মৌজার ২ নং খতিয়ানের সিএস ২০৮০ এবং আর এস ৪৫৬৪ দাগে অবস্থিত মেহেরপুর-কুষ্টিয়া সড়কের উপর গাংনী পৌরসভা বহুতল ভবন নির্মাণ করছে। যা নয়া জেলা পরিষদ আইন ২০০০ এর ৬৯ নং ধারায় সুস্পষ্ট লংঘন। এ কারনে পত্র প্রাপ্তির ৭ দিনের মধ্যে জেলা পরিষদের জায়গার উপর হতে অবৈধভাবে নির্মিত স্থাপনা অপসারণের নির্দেশ দেওয়া হয়। অন্যাথায় আইনগত ব্যবস্থা গ্রহন করাার কথা বলা হয়েছে। জানা গেছে, গাংনী পৌরসভার মেয়রের বিরুদ্ধে জোরপূর্বক ওই তহহাটের জমি দখল করে সেখানে পৌর মার্কেট ভবন নির্মাণের অভিযোগ রয়েছে। এরই প্রতিবাদের জমির মালিকানা দাবি করে স্থাণীয় আজিম উদ্দিন পরিবারের লোকজন অবস্থান কর্মসূচী পালন করে। পরে আদালত ওই জমির উপর অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দেয়। বিষয়টি নিয়ে পৌর মেয়র গত রবিবার ওই স্থানে সংবাদ সম্মেলনের নামে জনসভা আয়োজন করে বিষয়টি নিয়ে জনমত গঠনের চেষ্টা চালান। এবার জেলা পরিষদ বলছে সড়কের ওপর মার্কেট নির্মাণ করা আইনের লংঘন। তা এক সপ্তাহের মধ্যে অপসারণ করতে হবে।