গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের মহাম্মদপুর গ্রামে জমিজমা নিয়ে দ্বন্দ্বের জের ধরে প্রতিপক্ষের ছুঁড়ে মারা ইটের আঘাতে সুয়াদ আলী (৬) নামের এক অবুঝ শিশুর কপাল ফেটেছে। প্রচুর রক্তক্ষণের ফলে শিশু সুয়াদ মাটিতে লুটে পড়ে মারাত্বক ভাবে অসুস্থ হয়ে পড়ে। এসময় প্রতিবেশী তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
শিশু সুয়াদ মহাম্মদপুর গ্রামের পশ্চিম পাড়ার শফিকুল ইসলামের ছেলে। গত রবিবার বিকেল ৩টার দিকে এ হামলার ঘটনা ঘটে। ঘটনার পর বিষয় স্থানীয় ভাবে মিমাংসা করার কথা থাকলেও প্রতিপক্ষরা মিমাংসার নামে নানা টালবাহানা করছে বলে জানিয়েছেন আহত শিশু সুয়াদ আলীর পরিবার। কােন উপায় না পেয়ে সুয়াদের বাবা শফিকুল ইসলামের লিখিত অভিযােগের পর হামলাকারি নুরুল হুদা আটক করে জেল হাজতে প্রেরণ করে পুলিশ।
সুয়াদ এর বাবা শফিকুল ইসলাম জানান, দীর্ঘ ৩০ বছর যাবত গ্রামের মৃত আরশেদ আলীর ছেলে নুরুল হুদার সাথে জমিজমা নিয়ে দ্বন্দ্ব চলছিল। রবিবার বিকেলে এনিয়ে আমার পরিবারের সাথে নুরুল হুদার কথা কাটাকাটি হয়। এসময় তার লােকজন আমাকেসহ পরিবারের সদস্যদের হামলা করে। তারা সুযােগ বুঝে আমার অবুঝ শিশুকে ইট ছুঁড়ে মারে। এসময় ইটের আঘাতে শিশু সন্তান মারাত্বক ভাবে আহত হয়। গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, এ বিষয়ে লিখিত অভিযোগপূর্বক নুরুল হুদাকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।