ধর্ম

গাংনীতে প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শারদীয় দুর্গােৎসবের সমাপ্তি

By মেহেরপুর নিউজ

October 05, 2022

 গাংনী প্রতিনিধি :

সারা বিশ্বের ন্যায় মেহেরপুরের গাংনীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ (বুধবার, ৫ অক্টোবর) শেষ হলাে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব, শারদীয় দুর্গােৎসব।

এদিন বিকেল সাড়ে ৪টা থেকে শুরু হয় প্রতিমা বিতেল-সিঁদুর পরিয়ে, পান, মিষ্টি মুখে দিয়ে দেবী দুর্গাকে বিদায় জানাতে নদী ও খাল-বিলে ভীড় করেছে ভক্ত ও অনুরাগীরা। এ সময় নানা ধর্মের, শ্রেণি ও পেশার মানুষ প্রতিমা বিসর্জন দেখতে বিভিন্ন নদী,খাল-বিলের পাড়ে ভীড় জমায়। এবার গাংনী উপজেলার বিভিন্ন গ্রামের ১৮টি মন্ডপের মাধ্যমে দুর্গা উৎসব অনুষ্ঠিত হলাে।

এগুলাে হলাে-গাংনী কেন্দ্রীয় মন্দির,গাংনী কেন্দ্রীয় রাম মন্দির,চৌগাছা দাশপাড়া কালি মন্দির,গাঁড়াডােব দাসপাড়া কালি মন্দির,কচুইখালী-জুগিন্দা দূ্র্গা মন্দির,আমতৈল দাসপাড়া কালি মন্দির,ষােলটাকা কর্মকারপাড়া দুর্গা মন্দির,ষােলটাকা দাসপাড়া কালি মন্দির,বামন্দী কােলপাড়া কালি মন্দির,মটমুড়া হালদারপাড়া কালি মন্দির,বেতবাড়ীয়া দাসপাড়া কালি মন্দির,ভােমরদহ দাসপাড়া কালি মন্দির,হিজলবাড়ীয়া দাসপাড়া কালি মন্দির,শিমুলতলা দাসপাড়া কালি মন্দির,মহাম্মদপুর দাসপাড়া কালি মন্দির,ভােলাডাঙ্গা দাসপাড়া কালি মন্দির,বাওট দাসপাড়া কালি মন্দির ও চাঁদপুর দাসপাড়া কালি মন্দির।

এবার গাংনী উপজেলার বিভিন্ন গ্রামের ১৮টি প্রতিমা স্ব-স্ব এলাকার নদী,খাল-বিলে বিসর্জন দেয়া হয়েছে। তবে প্রতিমা বিসর্জনের পূর্ব মুহূর্তে বুধবার সন্ধ্যায় গুড়ি-গুড়ি বৃষ্টির কারণে বিসর্জন কাজে কিছু বিলম্বিত হয়েছে। এদিকে,বিসর্জনের স্পটগুলাে নিরাপত্তা দিতে আইন-শৃঙ্খলা বাহিনী সর্বাত্বক সহযােগিতা করেছে।