বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলােচনা সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

May 27, 2023

গাংনী প্রতিনিধি :

প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মেহেরপুরের গাংনীতে আলােচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে গাংনী উপজেলা শহরের হাসপাতাল বাজারে এ সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা ও উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ এ সভার আয়োজন করে।

সভায় সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহজাহান আলী।

সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ডাক্তার এ,এস,এম নাজমুল হক সাগর।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জিয়ারুল ইসলাম জিয়া ,মটমুড়া ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মােস্তাক আহম্মেদ চঞ্চল, বামন্দী ইউনিয়ন কৃষকলীগের সভাপতি জিয়ারুল হক জিয়া।

এসময় বক্তব্য রাখেন সাবেক ছাত্রলীগ নেতা নুরুল হক রিন্টু,গাংনী উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি তৌফিক আজিজ মুন্না,ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম উজ্জল,ছাত্রলীগ নেতা সাহারুল ইসলাম প্রমুখ।