ফুটবল

গাংনীতে প্রমিলা প্রীতি ফুটবল প্রতিযােগিতা অনুষ্ঠিত

By Meherpur News

July 12, 2025

সাহাজুল সাজু :

মেহেরপুরের গাংনী উপজেলা মিনি স্টেডিয়ামে প্রমিলা প্রীতি ফুটবল প্রতিযােগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে অনুষ্ঠিত এ প্রতিযােগিতায় রংপুর নারী ফুটবল দল ঢাকা নারী ফুটবল দলকে ১-০ গােলে পরাজিত করে। খেলা পরিচালনা করেন ফিফার প্রশিক্ষণপ্রাপ্ত রেফারী আব্বাস আলী,আরাফাত রহমান বিপ্লব,মনিরুল ইসলাম ও সাইফুল ইসলাম টুটুল।

এর আগে খেলা উদ্বোধন ঘােষণা করেন মেহেরপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও মেহেরপুর-২ (গাংনী) আসনের সাবেক সংসদ সদস্য আমজাদ হােসেন।

এসময় উপস্থিত ছিলেন গাংনী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাহারবাটী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলু।

খেলাটির ধারা বর্ণনায় ছিলেন বিএনপি নেতা সুরেলী আলভী,আসাদুজ্জামান ও শান্ত।

খেলাটি দেখতে হাজার হাজার নারী-পুরুষ ফুটবল প্রেমীরা স্টেডিয়ামের গ্যালারিসহ আশে-পাশের বিভিন্ন বিল্ডিংয়ের উপর ভীড় জমায়।