শিক্ষা ও সংস্কৃতি

গাংনীতে প্রশ্নপত্রের অতিরিক্ত টাকা তোলা নিয়ে শিক্ষকদের দু’গ্রুপে সংঘর্ষ ।। ১০ শিক্ষক আহত

By মেহেরপুর নিউজ

April 24, 2016

মেহেরপুর নিউজ, ২৪ এপ্রিল: প্রাথমিক বিদ্যালয়ের ১ম সাময়িক পরীক্ষা বাবদ অতিরিক্ত টাকা উত্তোলন কে কেন্দ্র করে মেহেরপুরের গাংনীতে শিক্ষকদের দু’গ্রæপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ শিক্ষক আহত হয়েছে। আহতদের গাংনী হাসপাতালে প্রাথমিক ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। রবিবার বিকাল ৫ টার দিকে গাংনী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সামনে এ ঘটনা ঘটে। আহতরা হলেন শিক্ষক সমিতি প্যানেলের পারভেজ সাজ্জাদ রাজা, মাঝহারুল ইসলাম, তানজিদুর রহমান মুক্তি ও জিয়াউর রহমান। আব্দুর রকিব গ্রুপের আহতরা হলেন ইমরান হোসেন, সেলিম হোসেন, বকুল, আমানুল্লাহ, গোলাম মোস্তফা ও আব্দুর রকিব। সাধারণ শিক্ষকরা জানান, শিক্ষা মন্ত্রনালয়ের নির্দেশনা অনুযায়ী আজ সোমবার থেকে প্রাথমিক বিদ্যালয়ের প্রথম সাময়িক পরীক্ষার জন্য প্রতিসেট প্রশ্ন ৩ টাকা করে নেয়ার জন্য আদেশ দেন উপজেলা শিক্ষা অফিস। কিন্তু উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি পারভেজ সাজ্জাদ রাজাসহ তার লোকজনরা অতিরিক্ত ১ টাকা করে উত্তোলন করছিলেন। এ নিয়ে রবিবার বিকাল ৫টার দিকে উপজেলা শিক্ষক সমিতির নেতা পারভেজ সাজ্জাদ রাজা ও সাধারণ শিক্ষকদের পক্ষ নেয়া আব্দুর রকিবের মধ্যে উত্তেজনা শুরু হয়। এক পর্যায়ে দু’গ্রুপের শিক্ষকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ রুপ নেয়। সংঘর্ষে উভয় পক্ষের ১০ শিক্ষক আহত হয়েছে। আহতরা প্রাথমিকভাবে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়। চৌগাছা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রকিব জানান, প্রাথমিক বিদ্যালয়ের প্রশ্নপত্র প্রতি সেট ৩ টাকা করে নেওয়ার সিদ্ধান্ত দেয় শিক্ষা মন্ত্রনালয়। কিন্তু শিক্ষক সমিতির নামে অবৈধ ভাবে প্রতি সেট প্রশ্নপত্র ১ টাকা অতিরিক্ত চাঁদা উত্তোলন করছেন শিক্ষক সমিতির ব্যানারে পারভেজ সাজ্জাদ রাজার লোকজনরা। এতে সাধারন শিক্ষকরা চাঁদা উত্তোলনের বিরোধীতা করলে তাদের উপর হামলা চালায় শিক্ষক সমিতির নেতা কর্মীরা। অভিযুক্ত গাংনী উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও গাংনী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পারভেজ সাজ্জাদ রাজা জানান, শিক্ষকেদর সাথে আলোচনা করে প্রতি সেট প্রশ্ন থেকে ১ টাকা বেশি উত্তোলন করা হচ্ছিল। এসময় রকিব গ্রুপের লোকজন তাদের উপর হামলা চালায়। এ ব্যাপারে ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার এহসানুল হাবিব বলেন, তিনি সরকারী নিয়ম অনুযায়ী প্রশ্নপত্রের টাকা নিচ্ছেন। বাইরের শিক্ষকরা কি করছেন তিনি জানেন না।