শিক্ষা ও সংস্কৃতি

গাংনীতে প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন ।। সভাপতি পদে জিয়া নির্বাচিত

By মেহেরপুর নিউজ

September 05, 2015

মেহেরপুর নিউজ,০৫ সেপ্টেম্বর:

প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি গাংনী উপজেলা শাখার ভোট গ্রহন শেষ হয়েছে। শনিবার সকাল ৮ টা থেকে বিরতিহীন ভাবে ভোট গ্রহন চলে বিকাল ৪ টা পর্যন্ত। নির্বাচনে ১৬২ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়া আহসান মাসুম। আর ১৪২ ভোট পেয়ে পরাজিত হয়েছেন ভাটপাড়া নব সরকারী বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৌহিদুর রহমান কাকন। এছাড়া কোষাধাক্ষ পদে রংমহল প্রাথমিকন বিদ্যালয়ের প্রধান আব্দুস সাত্তার ১৫৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এছাড়া ১৫১ ভোট পেয়ে পরাজিত হয়েছেন আনন্দবাস প্রাথমিক বিদ্যালয়ের প্রধান আজিজুল ইসলাম। নির্বাচনে ২৩ টি পদের মধ্যে সাধারন সম্পাদক সহ ২১ জন প্রার্থীই বিনাপ্রতিদ্বন্দিতায় ইতো মধ্যে নির্বাচিত হয়েছেন। শুধু মাত্র সভাপতি ও কোষাধাক্ষ পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।

এর আগে, গত ১৬ আগষ্ট খসড়া ও ২০ আগষ্ট চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। মনোনয়ন পত্র জমাদানের শেষ দিন নির্ধারন করা হয় ২১ থেকে ২৫ আগষ্ট। যাচাই বাছাই করা হয় ২৬ আগষ্ট ও প্রার্থীতা প্রত্যাহার ২৮ আগষ্ট। নির্বাচনে রির্টানিং অফিসারের দ্বায়িত্ব পালন করছেন নুরুল গনী মেহেরপুর পৌর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। প্রিজাইডিং অফিসারের দ্বায়িত্বে রয়েছেন ময়েন উদ্দীন পরানপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। সাধারন সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন বড় বামুন্দী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসানুজ্জামান। উপজেলা পরিষদের কৃষি বিভান ট্রেনিং সেন্টারে এ ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সার্বিক সহায়তায় ছিলেন হাফিজুর রহমান,তৈয়ব আলী ও মশিউর রহমান।