শিক্ষা ও সংস্কৃতি

গাংনীতে প্রাথমিক শিক্ষক সমিতির র‌্যালি ও আলোচনা সভা

By মেহেরপুর নিউজ

January 09, 2015

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৯ জানুয়ারি: বে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জাতীয় করনের ২য় বর্ষপূর্তী উৎযাপন উপলক্ষে গাংনীতে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১ টার দিকে উপজেলা চত্তর থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে গাংনী উপজেলা মিলনায়তনে শিক্ষক সমিতির সভাপতি মাহবুবুর রহমান কাজলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথীর বক্তব্য রাখেন মেহেরপুর-২ গাংনী আসনের সংসদ সদস্য ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন। বিশেষ অতিথী ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আবুল আমিন, জেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, আওয়ামীলীগ নেতা ইয়াসিন রেজা, জেলা যুবলীগের সহসভাপতি আল ফারুক, গাংনী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক শফি কামাল পলাশ, গাংনী উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মজিরুল ইসলাম। এছাড়া বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গোলাম হাসান, জেলা ছাত্রলীগের সহসভাপতি শাহিদুজ্জামান শিপু, গাংনী উপজেলা সৈনিকলীগের সহসভাপতি জিয়াউল হক জিয়া প্রমুখ।এদিকে, বর্ণাঢ্য র‌্যালিতে গাংণী উপজেলার ৮৫টি নব বেসরকারী প্রাথমি বিদ্যালয়ের ৩৪০ জন শিক্ষক শিক্ষিকা ছাড়াও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা অংশ নেন। উল্লেখ্য, গত ২০১৩ সালের ৯ জানুয়ারী প্রধান মন্ত্রী শেখ হাসিনা ২৬ হাজার বেসরাকারী প্রাথমিক বিদ্যালয়কে এক যোগে জাতীয়করণ করার ঘোষণা দেন।