খেলাধুলা

গাংনীতে ফুটবল খেলা কে কেন্দ্র করে উত্তেজনা ।। হামলায় ১২ জন জখম

By মেহেরপুর নিউজ

September 09, 2015

মেহেরপুর নিউজ,০৯ সেপ্টেম্বর:

মেহেরপুরের গাংনী উপজেলার মাইলমারী গ্রামে ফুটবল খেলা কে কেন্দ্র করে সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬ টার দিকে এ ঘটনা ঘটে। সংঘর্ষে আহতদের মধ্যে ভোমরদহ গ্রামের গ্রামের আব্দুর রহিম (৩০), মোমিনুল (৩৫), জুয়েল (১৮), শিমুল (১৬), সালমান (১৯), তৌফিক (২৫), বকতিয়ার (২৫) ও সাহিদুল ইসলাম (৩৮) কে গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ভোমরদহ ফুটবল একাদশের অধিনায়ক বকতিয়ার হোসেন জানান, তাদের টিম ম্যানেজার আব্দুর রহিম বিরতীর সময় মাঠের মধ্যে খেলোয়ারদের দিক নির্দেশনা দিচ্ছিলেন। এসময় ফুটবল টুর্নামেন্ট কমিটির সদস্যরা তার উপর চড়াও হয়। পরে কথাকাটাকাটির এক পর্যায়ে টুণামেন্টের কমিটির লোকজন ভোমরদহ ফুটবল একাদশের লোকজনদের উপর হামলা চালিয়ে ১২ জন কে আহত করে। আহতদের মধ্যে ৮ জনকে উদ্ধার করে গাংনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফুটবল টুর্নামেন্ট কমিটির সভাপতি হাসান আলী হামলার ঘটনা অস্বীকার করে বলেন, ভোমরদহ একাদশের কয়েকজন বাইরের খেলোয়ার ছিল । তারা ভালো না খেলায় গ্রামের লোকজন খেলোয়ারদের উপর চড়াও হয়। একারণে তাদের বাধা দেয়া হয়েছে। কোন মারধরের ঘটনা ঘটেনি।