বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে ফেনসিডিলসহ আটক-১

By মেহেরপুর নিউজ

February 11, 2024

 গাংনী প্রতিনিধি :

মেহেরপুরে ২৯ বোতল ফেনসিডিলসহ স্বপন আলী (২২) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব র‍্যাব-১২ (গাংনী) ক্যাম্পের সদস্যরা। রবিবার দুপুর ১২টার দিকে মেহেরপুর- কুষ্টিয়া সড়কের আকবপুর নামক স্থান থেকে তাকে আটক করা হয়।

স্বপন আলী জেলার গাংনী উপজেলার সহড়াতলা গ্রামের মাদ্রসাপাড়া আব্দুল মজিদের ছেলে। র‍্যাবব-১২ গাংনী ক্যাম্পের কমান্ডার মনিরুজ্জামান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, মেহেরপুর-কুষ্টিয়া সড়কের আকবপুর নামক স্থানে দিয়ে ব্যাটারি চালিত অটােভ্যানে মাদক পাঁচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি অভিযান চালায়।

অভিযানে ২৯ বোতল ফেনসিডিলসহ স্বপন আলীকে আটক করা হয় । এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে সহড়াতলা গ্রামের আজের উদ্দীনের ছেলে বাদশা মিয়া(৩৭) পালিয়ে যায়। আটককৃত স্বপনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাংনী থানায় মামলা হয়েছে।