গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলার সীমান্তবর্তি কাজীপুর গ্রাম থেকে ১৫ বােতল ফেনসিডিলসহ বিপ্লব হােসেন (৪১) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটককৃত বিপ্লব কাজীপুর গ্রামের মধ্যেপাড়ার মৃত মােশাররফ হােসেনের ছেলে।
বুধবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে কাজীপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবুল হাশেম সঙ্গীয় ফাের্স নিয়ে বিপ্লবকে আটক করেন।
মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবুল হাশেম জানান,বুধবার সন্ধ্যায় কাজীপুর মধ্যেপাড়ার একটি পুকুরপাড়ে মাদক বিক্রির উদ্দেশ্যে বিপ্লব অবস্থান করছিল। গােপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে ১৫ বােতল ফেনসিডিলসহ আটক করা হয়।