জাতীয় ও আন্তর্জাতিক

গাংনীতে ফেন্সিডিলসহ একজন গ্রেপ্তার, মদ উদ্ধার

By মেহেরপুর নিউজ

August 19, 2017

মেহেরপুর নিউজ,১৯ আগষ্ট: মেহেরপুরের গাংনীতে পৃথক অভিযান চালিয়ে ১০ বোতল ফেন্সিডিলসহ একজনকে গ্রেপ্তার ও ১১ বোতল মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। শনিবার সকালে উপজেলার ভারতীয় সিমান্ত ধলা ও তেঁতুলবাড়িয়া সীমান্ত এলাকায় এ অভিযান চালানো হয়। বিজিবি রংমহল ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার জাকির হোসেন জানান,সিমান্তবর্তী ধলার মাঠে আমদানি নিষিদ্ধ ভারতীয় মদ পাচার করছে এমন সংবাদ পেয়ে অভিযান চালানো হয়। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে পাচারকারী পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ১১ বোতল মদ উদ্ধার করা হয়। এদিকে তেঁতুলবাড়িয়া বিজিবি ক্যাম্প কমান্ডার জানান,তেঁতুলবাড়িয়া বাজার থেকে একই গ্রামের সিরাজুল ইসলাম এর ছেলে ফারুক হোসেন (৩২) কে গ্রেফতার করা হয়েছে। পরে তার দেহ তল্লাশী করে ১০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, ফেন্সিডিল ও মদ উদ্ধারের ঘটনায় গাংনী থানায় পৃথক মামলা হয়েছে।