বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

July 31, 2023

গাংনী প্রতিনিধি :

আগামী ১৫ আগষ্ট, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সােমবার বিকেলে গাংনী উপজেলা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

গাংনী উপজেলা আওয়ামী লীগ সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মেহেরপুর-২ (গাংনী) আসনের জাতীয় সংসদ সদস্য ও গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন। সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। আগামী ১৫ আগস্ট, শাহাদত বার্ষিকী যথাযথ ভাবে পালনের সিদ্ধান্ত নেয়া অনুষ্ঠিত এ প্রস্তুতি সভায়।