বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী উপলক্ষে দােয়া মাহফিল অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

August 15, 2023

গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনীতে বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী ও জাতীয় শােক দিবস উপলক্ষে কােরআন খতম ও দােয়া মাহফিল এবং আলােচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ২ টার সময় গাংনী দারুচ্ছন্নাত মােক্তারিয়া হাফেজিয়া মাদ্রাসায় কােরআন খতম ও দােয়া মাহফিল এবং আলােচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন,মাদ্রাসা কমিটির সভাপতি ওয়াছেক আলী মাস্টার। আয়ােজনে প্রধান মেহমান হিসাবে বক্তব্য রাখেন মেহেরপুর – ২ (গাংনী) আসনের জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খােকন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সাহিদুজ্জামান শিপু প্রমুখ। দােয়া মাহফিল পরিচালনা করেন মাদ্রাসার প্রধান শিক্ষক নাজমুল হােসেন ফারুকী। এসময় উপস্থিত ছিলেন মাদ্রাসার ছাত্রসহ বিভিন্ন বয়সী মানুষ।