ফুটবল

গাংনীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

By মেহেরপুর নিউজ

June 22, 2022

মেহেরপুর নিউজ :

মেহেরপুরের গাংনী উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিস উদ্যোগে গাংনীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

বুধবার আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন। এর আগে সেখানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে গাংনী পৌর সভার মেয়র আহমেদ আলী,সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল আলম, ইউপি চেয়ারম্যান আলম হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।