বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে বঙ্গবন্ধু জাতীয় গােল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

By মেহেরপুর নিউজ

June 23, 2023

 গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট (অনুর্ধ্ব-১৭) এর উদ্বােধন করা হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৩টার সময় গাংনী উপজেলার জােড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী টুর্ণামেন্টে অংশগ্রহণ করে গাংনী পৌরসভা ফুটবল একাদশ বনাম মটমুড়া ইউনিয়ন ফুটবল একাদশ। গাংনী উপজেলা প্রশাসন টুর্ণামেন্টের আয়ােজন করে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শামীম হােসেন নাদির। এসময় বক্তব্য রাখেন গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলী, বিশিষ্ট শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সিরাজুল ইসলাম,মটমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সােহেল আহমেদ প্রমুখ।