বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবের জন্মদিন পালিত

By মেহেরপুর নিউজ

August 08, 2023

 সাহাজুল সাজু :

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মীনি ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে মেহেরপুরের গাংনীতে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকালে গাংনী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ করা হয় । উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এর আয়োজন করে।

আয়ােজনে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) নাদির হোসেন শামিম। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের প্রশিক্ষক নার্গিস সুলতানা নির্জনার সঞ্চালনায়-আয়ােজনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্যের প্রতিনিধি মনিরুজ্জামান আতু,উপজেলা কৃষি অফিসার ইমরান হােসেন, মেহেরপুর জেলা জেপির সভাপতি আব্দুল হালিম ।

এসময় উপস্থিত ছিলেন সরকারের দপ্তরের বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব ,সাংবাদিক ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব এঁর জীবনী নিয়ে আলােচনা সভা ও শেষে গাংনী উপজেলার বিভিন্ন গ্রামের ৮ জন দরিদ্র নারীর মাঝে সেলাই মেশিন প্রদান করা হয়। সেই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন।