বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত পাঁচ

By মেহেরপুর নিউজ

May 10, 2018

মেহেরপুর নিউজ, ১০ মে: মেহেরপুরের গাংনীতে বজ্রপাতে হেলু জোয়ার্দার (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বজ্রপাতে পাঁচ জন আহত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে উপজেলার মটমুড়া ইউনিয়েনের মোহাম্মদপুর গ্রামে এ বজ্রপাতের ঘটনা ঘটে। নিহত হেলু জোয়ার্দার মোহাম্মদপুর গ্রামের নবীন জোয়ার্দারের ছেলে। মটমুড়া ইউপি চেয়ারম্যান মো: সোহেল আহমেদ জানান, ঘটনার সময় হেলু জোয়ার্দার গ্রামের একটি মাঠে কাজ করছিলো। এসময় হঠাৎ করে কালবৈশাখি ঝড়সহ বৃষ্টিপাত হয়। বৃষ্টিপাতের সময় আকস্মিক বজ্রপাতে তার মৃত্যু হয়। এদিকে উপজেলার কসবা গ্রামে বজ্রপাতের ঘটনায় আরো পাঁচ জন আহত হয়েছে। তারা হলেন- কসবা গ্রামের রুপা খাতুন, সিমাত আলী, মুনা মিয়া, সোহেল আহমেদ ও সহিদুল ইসলাম। আহতরা গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। এছাড়া বৃহস্পতিবার সকালে মেহেরপুর জেলাসহ তিন উপজেলার বিভিন্ন গ্রামে কালবৈশাখির ছোবলে শতাধিক গাছ ভেঙেছে। উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের বারাদি গাছ ভেঙে রাস্তার উপরে পড়ায় যানবাহন চলাচল বন্ধ থাকে।