বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে বজ্রপাতে শ্রমিকের মৃত্যু

By মেহেরপুর নিউজ

August 12, 2023

গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনীতে বজ্রপাতে জাব্বারুল ইসলাম ( ৪০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শ্রমিক জাব্বারুল গাংনী উপজেলার রুয়েরকান্দি গ্রামের আব্দাল হকের ছেলে। শনিবার বিকেল ৪ টার দিকে গাংনী উপজেলার বাথানপাড়া গ্রামের মাঠে ধান রােপন করার সময় বজ্রপাতে তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, শনিবার বিকেলে বৃষ্টি হচ্ছিল। এসময় জাব্বারুল বাথানপাড়া গ্রামের একটি মাঠে অন্যের জমিতে ধান রােপন করছিলেন। ধান রােপন করার এক পর্যায়ে একটি বজ্রপাত তার শরীরে পড়লে,গুরুতর ভাবে আহত হন। এসময় মাঠের অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘােষণা করেন।