ইতিহাস ও ঐতিহ্য

গাংনীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

April 14, 2024

 সাহাজুল সাজু :

মেহেরপুরের গাংনীতে বর্ণাঢ্য আয়ােজনে বাংলা নববর্ষ-১৪৩১ উদযাপন করা হয়েছে। বাংলা নববর্ষ উপলক্ষে পহেলা বৈশাখ (রবিবার) সকাল ৯ টার দিকে গাংনী উপজেলা শহরের প্রধান প্রধান সড়কে বর্ণাঢ্য মঙ্গল শােভাযাত্রা প্রদক্ষিণ হয় ।

শােভাযাত্রায় নেতৃত্ব প্রদান করেন মেহেরপুর-২ (গাংনী) আসনের জাতীয় সংসদ সদস্য ডাক্তার এএসএম নাজমুল হক সাগর। গাংনী উপজেলা প্রশাসন শােভাযাত্রার আয়োজন করে। পরে উপজেলা পরিষদ চত্বরে আলােচনা সভা,সাংস্কৃতিক ও পান্তা উৎসব অনুষ্ঠিত হয়। আলােচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা।

উপজেলা সমবায় অফিসার মাহবুবুল হক মুন্টুর সঞ্চালনায়-সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মেহেরপুর-২ (গাংনী) আসনের জাতীয় সংসদ সদস্য ডাক্তার এএসএম নাজমুল হক সাগর। সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলী, গাংনী থানার ওসি তাজুল ইসলাম। এসময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিনসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ ও৷ রাজনৈতিক নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। এদিকে উপজেলা প্রশাসনের আয়ােজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য, কবিতা ও গান পরিবেশন করেন গাংনী উপজেলা শিল্পকলা একাডেমীর শিল্পীরা।

এছাড়াও দুপুরে উপজেলা চত্বরে লাঠিখেলা অনুষ্ঠিত হয়। অন্যদিকে,উপজেলার সাহারবাটী ইয়ূথ ক্লাবের আয়োজনে বাংলা বর্ষবরণ অনুষ্ঠিত হয়। এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন সংগঠন বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করে।