গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলার ব্রজপুর গ্রামে শরিকানা জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষে নারীসহ ৫জন আহত হয়েছে। আহতরা হলেন-
ব্রজপুর গ্রামের মৃত নাজির হােসেনের ছেলে আব্দুল জলিল (৬০), তার স্ত্রী পারুলা খাতুন (৫০), ছেলে পারভেজ হােসেন (২৬)।
অন্যপক্ষের নাজির হােসেনের আরেক ছেলে আহারুল ইসলাম,তার ছেলে রিপন হােসেন।
রবিবার দুপুর ১২ টার দিকে ব্রজপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহত আব্দুল জলিল জানান আমার বাবার সম্পত্তিতে আমি ও আমার ভাই আহারুল বসবাস করে আসছি। বাড়ির আঙ্গিনায় বাবার কবর রয়েছে। ওই জমি ভাগাভাগির সময় আমার ভাই আহারুল বাবার কবর স্থানের জমি তার ভাগে নিতে অপরাগত প্রকাশ করে। এনিয়ে দ্বন্দ্ব সৃষ্টি হয়। সে বাবার কবরের জমি বাদ দিয়ে পাশের জমি দখল করতে যায়।আমার পরিবার বাঁধা দিতে গেলে,হামলা করে আহত করে।
এদিকে,আহারুলের পরিবার সূত্র জানায়,আব্দুল জলিল নিজেও বাবার কবরের জমিতে বসবাস বা চাষাবাদ করতে পারবেনা বলে, ওই জমি নেবেনা বলে জানায়। সে কবরের জমি বাদ দিয়ে ফাঁকা জমি দখল করছিল। বাঁধা দিতে গেলে হামলা করেন।
স্থানীয়রা জানান,দুই ভাইয়ের মধ্যে কেউ বাবার কবরের জমি না নিয়ে ফাঁকা জমি নেয়ার জন্য মত্ত হয়েছে। এ কারণেই সংঘর্ষের ঘটনা ঘটেছে।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ফারুক হোসেন জানান , আব্দুল জলিলের মাথায় বেশ কয়েকটি সেলাই দেয়া হয়েছে। বাকিদের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। তবে আব্দুল জলিল আশঙ্কামুক্ত নয়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, ঘটনা স্লে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে, আইনগত ব্যবস্থা নেয়া হবে।