আইন-আদালত

গাংনীতে বাল্যবিয়ে বরযাত্রীদের পলায়ন:: কনের দাদা ও মাওলানার কারাদন্ড

By মেহেরপুর নিউজ

September 14, 2018

মেহেরপুর নিউজ, ১৪ সেপ্টেম্বর: মেহেরপুরের গাংনীতে অপ্রাপ্ত বয়সের কনের বিয়ে দেয়ার অপরাধে কনের দাদা ও বিয়ে পড়ানো মাওলানার ৩দিন করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। শুক্রবার দুপুরে উপজেলা বেতবাড়িয়া গ্রামে এ কারাদন্ডাদেশ দেন গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তাও নির্বাহী ম্যাজিষ্ট্রেট বিষ্ণুপদ পাল। দন্ডিতরা হলেন- গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নের বেতবাড়িয়া গ্রামের মৃত আজিম উদ্দীনের ছেলে ও বাল্যবিয়েতে সহযোগিতাকারী কনের দাদা আবু বক্কর (৭০) এবং একই গ্রামের রমজান আলীর ছেলে বিয়ে পড়ানো হুজুর হাফেজ মাওলানা নজরুল ইসলাম। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গত ১০ সেপ্টেম্বর বেতবাড়িয়া গ্রামের সাহেব আলীর কন্যা ও বেতবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী আয়েশা খাতুনের সাথে একই এলাকার পীরতলা গ্রামের মাজহারুল ইসলামের ছেলের সাথে গোপনে বিয়ে হয়। শুক্রবার শতাধিক বর-যাত্রী নিয়ে কনের বাড়িতে ওই বিয়ের আনুষ্ঠানিকতা চলছিল। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কনের বাড়িতে অভিযান পরিচালনা করেন। অভিযানের টের পেয়ে বর-যাত্রীরা পালিয়ে যায়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কনের দাদা ও বিয়ে পড়ানো হুজুরকে ৩দিন করে কারাদন্ড প্রদান করা হয়।