আইন-আদালত

গাংনীতে বাল্য বিয়ে ।। কনের মায়ের ১৫ দিনের জেল

By মেহেরপুর নিউজ

March 06, 2015

মেহেরপুর নিউজ,০৬ মার্চঃ মেহেরপুরে গাংনী উপজেলার ভোলাডাঙ্গা গ্রামে বাল্য বিবাহের প্রস্তুতির অভিযোগে কনের মাতা রওশন আরা’র ১৫ দিনের কারাদন্ডের রায় দিয়েছে ভ্রাম্যমান আদালত। বাল্য বিবাহ নিরোধ আইনের ২৯ এর ৬ ধারা মোতাবেক এ কারাদণ্ড দেয়া হয়। শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল আমিন এই রায় দেন। রায়ের পরপরই দোষী রওশন আরাকে মেহেরপুর জেলা কারাগারে প্রেরণ করে গাংনী থানা পুলিশ।

ভ্রাম্যমান আদালত সূত্র জানায়,ভোলাডাঙ্গা গ্রামের আশরাফ সিদ্দীকির মেয়ে ও আমতৈল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী জান্নাতুলের বিয়ের আয়োজনের প্রস্তুতি চলছিল। এসময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালত সেটা বন্ধ করে দেয়। কনের বাবা আশরাফ সিদ্দীকি পালিয়ে যায়। পরে তার স্ত্রী রওশনারার ১৫ দিনের কারাদণ্ড দেয় ভ্রাম্যমান আদালত।