আইন-আদালত

গাংনীতে বাল্য বিয়ে দেওয়ার অভিযোগে কনের পিতার জরিমানা

By মেহেরপুর নিউজ

November 05, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৫ নভেম্বরঃ মেহেরপুরের গাংনী উপজেলার চৌগাছা গ্রামে বাল্য বিয়ে দেওয়ার চেষ্টার অপরাধে পিতাকে ১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আজ বুধবার বেলা ১২ টার দিকে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট  ও গাংনী উপজেলা নির্বাহী অফিসার আবুল আমিন বিয়ে বাড়িতে হানা দিয়ে বাল্য বিয়ে বন্ধ করাসহ মেয়ের পিতার কাছ থেকে ১ হাজার টাকা জরিমানা আদায় করেন। ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট আবুল আমিন জানান, চৌগাছা গ্রামের জয়নাল আবেদীন তার মেয়ে স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেনীর ছাত্রী বন্যা খাতুন  (১৩) কে পার্শ্ববর্তি কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার শেহালা গ্রামের যুবকের সাথে বিয়ের প্রস্তুতি চলছিল। এসময় বিয়ে বাড়িতে অভিযান চালিয়ে বাল্য বিয়ে বন্ধসহ কন্যার পিতা জয়নাল আবেদীনের কাছ থেকে জরিমানা আদায় করা হয়। এসময় পৌর মেয়র আহমেদ আলী উপস্থিত ছিলেন।