আইন-আদালত

গাংনীতে বাল্য বিয়ে দেওয়ার অপরাধে পিতার কারাদন্ড

By মেহেরপুর নিউজ

November 03, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৩ নভেম্বর: বাল্য বয়সে মেয়েকে বিয়ে দেওয়ার অপরাধে পিতা হজরত আলীকে ১৫ দিনের কারাদন্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা নির্বাহী অফিসার আবুল আমিন আজ সোমবার বেলা তিনটার দিকে বিয়ে বাড়িতে অভিযান চালিয়ে এ আদেশ দেন। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল আমিন জানান, গাংনী উপজেলার চাঁন্দামারী গ্রামের হজরত আলীর মেয়ে স্থানীয় চান্দামারী মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেনীর ছাত্রী সুমাইয়া খাতুনের সাথে একই উপজেলার ধানখোলা গ্রামের আব্দুল খালেকের ছেলে সুলতান হোসেনের বিয়ের প্রস্তুতি চলছিল। গোপন সংবাদে বিয়ে বাড়িতে অভিযান চালিয়ে মেয়েকে বাল্য বিয়ে দেওয়ার অপরাধে সুমাইয়ার পিতা হজরত আলীকে ১৫ দিনের কারাদন্ডাদেশ দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বাল্য বিয়ে নিরোধ আইন ১৯২৯ (সংশোধিত ১৯৮৪) আইনে মেয়েল পিতা হজরত আলীকে এ দন্ডাদেশ দেওয়া হয়েছে বলে জানান ইউ এন ও আবুল আমিন।