আইন-আদালত

গাংনীতে বাল্য বিয়ে দেয়ায় কনের পিতা ও বরের মাতাসহ ৭ জনের জরিমানা

By মেহেরপুর নিউজ

September 06, 2015

মেহেরপুর নিউজ,০৬ সেপ্টেম্বর:

বাল্য বিয়ে দেয়ার অপরাধে মেহেরপুরের গাংনী উপজেলার ভবানীপুর গ্রামের কনের পিতা ও বরের মাতাসহ সহ ৭ জনকে এক হাজার টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। জরিমানা প্রাপ্তরা হলেন: গাংনীর ভবানীপুর গ্রামের কনের পিতা শরিফুল ইসলাম, বরের মাতা ঝর্ণা খাতুন, প্রতিবেশী মাওলানা ওমর আলী, নাহারুল ইসলাম, লাল্ট মিয়া , গোলাম মোস্তফা ও আনারুল ইসলাম। রবিবার দুপুর সাড়ে ১২ টার দিকে গাংনী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবুল আমিন তার নিজ কার্যালয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে বাল্য বিবাহ দেয়ার অপরাধে কনের পিতা, বরের মাতাসহ ৭জনকে দোষী সাব্যস্ত করে ৭ হাজার টাকা জরিমানা আদায় করেন। আদালতের বিচারক আবুল আমিন বলেন, বাল্য বিবাহ নিরোধ আইন ১৯২৯ এর সংশোধনী (১৯৮৪) এর ৫ ধারায় দোষী সাব্যস্ত হওয়ায় তাদের জরিমানা আদায় করা হয়েছে এবং কনে ও বরকে তাদের নিজ নিজ পরিবারের জিম্মায় তুলে দেয়া হয়েছে। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, গত ৩১ আগষ্ট ভবানীপুর গ্রামের জিন্নাত আলীর ছেলে সাকিল (১৪) এবং একই গ্রামের শরিফুল ইসলামের মেয়ে বিথির (১৩) বিয়ে সম্পন্ন করা হয়। কনের পরিবার ও বরের পরিবারসহ স্থাণী দের সহযোগীতায় তাদের বিয়ে দেয়া হয়। শাকিল স্থানীয় ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণীতে এবং বিথি একই বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণীতে অধ্যায়নরত।