গাংনী প্রতিনিধি :
মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলার তেরাইল বাজারের অদূরে যাত্রীবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নারীসহ অন্তত: ৭জন যাত্রী আহত হয়েছেন।
আহতরা হলেন- মেহেরপুর জেলা শহরের মন্ডল পাড়ার মোজ্জামেল হকের স্ত্রী শাহিনুর আক্তার ( ৪৫),গাংনী উপজেলার চাঁদপুর গ্রামের কাতব আলীর ছেলে তহিদুল ইসলাম (৩৫),চেংগাড়া গ্রামের মনিরুল ইসলামের ছেলে শাহনেওয়াজ (২৫), ধর্মচাকী গ্রামের আলী হোসেনের ছেলে ওয়াসিম আকরাম (৪০),একই গ্রামের রহিম বকসের ছেলে আলী হোসেন (৬০),গাঁড়াডোব গ্রামের জালাল উদ্দীনের ছেলে জাহিদ হোসেন (৩৫),একই গ্রামের শামসুউদ্দীনের ছেলে শাওন আলী (২৫)।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনা কবলিত বাসের যাত্রী রাকিবুল জানান, কুষ্টিয়া থেকে একটি যাত্রীবাহি বাস মেহেরপুরের উদ্দেশ্যে আসছিল। বাসটি মিরপুর বাজারের কাছে পৌঁছালে, বাসের হর্ন ও লাইট কেটে যায়। তারপরও চালক বাস নিয়ে সামনের দিকে এগুতে থাকেন। তেরাইল বাজারের কাছাকাছি পৌঁছালে বাসের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে। এসময় নারীসহ ৭জন যাত্রী আহত হয়।
এদিকে,খবর পেয়ে গাংনী থানা পুলিশ ও স্থানীয় বামন্দী ফায়ার সার্ভিসের দুটিদল ঘটনাস্থল পৌঁছায়। এবং আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয় । গাংনী থানা ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা ওসি আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।