বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে বিএনপির আলােচনা সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

July 22, 2023

 গাংনী প্রতিনিধি :

বর্তমান সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে সাংগঠনিক তৎপরতার লক্ষ্যে মেহেরপুরের গাংনী পৌর এলাকার ১নং ওয়ার্ড (বাঁশবাড়ীয়া) বিএনপি নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দিবাগত রাতে গাংনী পোস্ট অফিসের সামনে উপজেলা ও পৌর বিএনপি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় সভাপতিত্ব করেন বাঁশবাড়ীয়া ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল গনি। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু। সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা কৃষকদলের আহ্বায়ক মাহাবুবুর রহমান, গাংনী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা ডাকু ও মেহেরপুর জেলা ছাত্রদলের সভাপতি নাজমুল হোসাইন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন গাংনী পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনি, গাংনী পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক রেজওয়ানুল হক ইমন,গাংনী সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক জুনাইদ আহমেদ, গাংনী পৌর কৃষকদলের প্রস্তাবিত আহ্বায়ক আমিনুল ইসলাম, যুবদল নেতা সাহিবুলসহ প্রমুখ।