বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে বিএনপির বিক্ষােভ মিছিল অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

August 02, 2023

গাংনী প্রতিনিধি :

দুদকের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নয় বছর এবং তাঁর সহধর্মীনি ডা. জোবায়দা রহমানকে তিন বছরের সাজার প্রতিবাদে মেহেরপুরের গাংনীতে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সন্ধ্যায় গাংনী উপজেলা শহরের প্রধান সড়কে বিক্ষােভ মিছিল অনুষ্ঠিত হয়। গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু মিছিলে নেতৃত্ব প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা কৃষকদলের সভাপতি মাহবুবুর রহমান, জেলা ছাত্রদলের সভাপতি নাজমুল হােসেন, ছাত্রনেতা মনিরুজ্জামান মনিরসহ বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।