রাজনীতি

গাংনীতে বিএনপির বিদ্রোহী প্রার্থীর প্রার্থীতা প্রত্যাহার, আ’লীগের বিদ্রোহী থাকবেন মাঠে

By মেহেরপুর নিউজ

December 12, 2015

মেহেরপুর নিউজ,১২ ডিসেম্বর: মেহেরপুরের গাংনী পৌরসভা নির্বাচনে বিএনপির বিদ্রোহী প্রার্থী আসাদুজ্জামান বাবলু তার প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন। তবে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী আশরাফুল ইসলাম (আশরাফ ভেন্ডার) নির্বাচনের মাঠ ছাড়বেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। শনিবার সকাল ১১ টার দিকে গাংনী উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিএনপির বিদ্রোহী প্রার্থী আসাদুজ্জামান বাবলু তার প্রার্থীতা প্রত্যাহারে ঘোষনা দেন। সংবাদ সম্মেলনে মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য (গাংনী) আমজাদ হোসেন, গাংনী উপজেলা বিএনপির সভাপতি রেজাউল হক, জেলা মহিলা দলের সাধারন সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লাইলা আরজুমান বানু উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে আসাদুজ্জামান বাবলু বলেন, দলের প্রতি অনুগত থেকে তিনি প্রার্থীতা প্রত্যাহার করেছেন। তিনি বলেন, বিগত দিনে আন্দোলন সংগ্রামে ভুমিকা রাখলেও দল তাকে মনোনয়ন বঞ্চিত করেছে। তিনি আরো বলেন, দীর্ঘদিন ধরে গাংনী উপজেলা বিএনপির সাধারন সম্পাদকের দায়িত্বে থেকে দল কে শক্তিশালী করেছেন। দলের হাল ধরতে গিয়ে বিভিন্ন সময়ে হামলা মামলার শিকার হয়েছেন তিনি। তিনি মনোনয়ন পেলে নিশ্চিত বিজয়ী হতেন বলেও দাবি করেন। এদিকে, আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য আশরাফুল ইসলাম( আশরাফ ভেন্ডার) প্রার্থীতা প্রত্যাহার করবেন না বলে জানিয়েছেন। তিনি বলেন, দলের তৃনমূল থেকে আমাকে মনোনয়ন দিয়েছেন। আমি নির্বাচনের মাঠে আছি। তবে তার স্ত্রী উপজেলা যুব মহিলালীগের সভানেত্রী শাহানা ইসলাম রবিববারে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন প্রার্থীতা প্রত্যাহার করে নিবেন বলে তিনি জানিয়েছেন। এ ব্যাপারে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার মুহাম্মদ সরোয়ার হোসেন বলেন, শনিবার দুপুর ১ টা পর্যন্ত ৩ নং ওয়ােের্ডর শরিফুল ইসলাম ও ৪ নং ওয়ার্ডের মহিবুল ইসলাম নামে দুজন কাউন্সিলর প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করেছেন। তবে আসাদুজ্জামান বাবলু এখনো প্রত্যাহার করেননি। তিনি বলেন, রোববার বিকেল ৫টা পর্যন্ত স্পষ্ট হবে কয়জন প্রার্থী প্রত্যাহার করবেন।