বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে বিএনপির মনােনিত প্রার্থী আমজাদ হােসেনের পক্ষে মনােনয়ন ফরম উত্তােলন

By Meherpur News

December 17, 2025

মেহেরপুর নিউজ :

মেহেরপুর-২ (গাংনী) আসনের বিএনপির মনােনিত প্রার্থী আমজাদ হােসেনের পক্ষে মনােনয়ন ফরম উত্তােলন করা হয়েছে।

এ আসনের সহকারি রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেনের কাছ থেকে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেনের পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন করা হয়।

বুধবার মনােনয়ন ফরম উত্তােলন করা হয়। মনােনয়ন ফরম উত্তােলন করেন গাংনী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলুসহ বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।