টপ নিউজ

গাংনীতে বিএনপি-ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ

By মেহেরপুর নিউজ

August 13, 2022

গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনীতে বিএনপি ও ছাত্রলীগের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ করা হয়েছে। ১৫ আগষ্টকে কেন্দ্র করে বিএনপি নৈরাজ্য করার পায়তারা করছে,এমন আশঙ্কায় শনিবার দুপুরে গাংনী উপজেলা ছাত্রলীগ ও গাংনী সরকারী ডিগ্রী কলেজ ছাত্রলীগের নেকাকর্মীরা উপজেলা শহরে একটি বিক্ষােভ মিছিল বের করেন।

মিছিলটি গাংনী বাসস্ট্যান্ডে এসে শেষ করেই মুহূর্তের মধ্যে ছাত্রলীগের নেতাকর্মীরা গাংনী উপজেলা বিএনপির কার্যালয়ে ইটপাটকেল নিক্ষেপ করেন। এসময় বিএনপির কার্যালয়ে বসে থাকা বিএনপি ও যুবদলের কয়েকজন নেতাকর্মী তাদের প্রতিহত করতে দেশীয় অস্ত্র (বটি) দিয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়া করেন। ধাওয়া খেয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা উত্তেজিত হয়ে সংখ্যাগরিষ্ঠ ভাবে উপজেলা বিএনপির কার্যালয়ে আবারাে হামলা চালান। এসময় তারা উপজেলা বিএনপির সাইনবাের্ড ভাঙ্চুর করেন। এদিকে খবর পেয়ে গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক সঙ্গীয় ফাের্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেন। এ ঘটনায় কােন হতাহত হয়নি। এদিকে বিএনপির বিরুদ্ধে তাৎক্ষনিকভাবে উপজেলা ছাত্রলীগ গাংনী বাসস্ট্যান্ড চত্বরে বিক্ষোভ সমাবেশ করে।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকনসহ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ। গাংনী পৌর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জামাল আহম্মেদ জানান,বিএনপির কয়েকজন নেতাকর্মী দলীয় কার্যালয়ে বসেছিল। ছাত্রলীগের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে বিএনপি অফিসে হামলা করেন। এদিকে পাল্টা অভিযোগ করে উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম সেন্টু বলেন,ছাত্রলীগের মিছিলে বিএনপি নেতাকর্মী রাম দা নিয়ে ধাওয়া করেন।

গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন,বর্তমান পরিস্থিতি শান্ত রয়েছে। এদিকে,বিএনপির বিরুদ্ধে আগামীকাল রবিবার বিকেলে উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে গাংনী বাসস্ট্যান্ডের রেজাউল চত্বরে বিক্ষােভ-সমাবেশের ঘােষণা দেয়া হয়।