রাজনীতি

গাংনীতে বিএনপি প্রার্থীর প্রচারমাইক ও ভ্যান ভাংচুর

By মেহেরপুর নিউজ

May 02, 2016

মেহেরপুর নিউজ,০২ মে: ৪র্থ ধাপে ৭মে মেহেরপুরের গাংনীর উপজেলার ইউপি নির্বাচন উপলক্ষে প্রচারণা কালে ষোলটাকা ইউনিয়নে বিএনপি প্রার্থী মনিরুজ্জামান মনির প্রচারমাইক ও ভ্যান ভাংচুর করেছে আ.লীগ প্রার্থীর কর্মীরা। সোমবার দুপুর আড়াইটার দিকে ইউনিয়নের মানিকদিয়া গ্রামের বড়মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। প্রচার ভ্যান চালক শিপন জানান, ঘটনার সময় প্রচার মাইক নিয়ে মানিকদিয়া গ্রামে পৌছালে ওই গ্রামের আ.লীগ কর্মী বিপ্লব হোসেন, সাইদ হোসেন, আকাল আলী, আব্দুল আলিমের নেতৃত্বে ৮/১০ কর্মী প্রচার ভ্যান ও মাইক ভাংচুর করে রাস্তার পাশে ফেলে দেয়। বিএনপি প্রার্থী মনিরুজ্জামান মনি বলেন, এলাকায় আ.লীগ কর্মীদের অত্যাচারে প্রচার চালানো যাচ্ছে না। তারা একের পর এক হয়রানি করে যাচ্ছে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের জানিয়েও কোনো লাভ হচ্ছে না বলে তিনি অভিযোগ করেন। মনি অভিযোগ করে বলেন, এর আগেও আ.লীগ কর্মীরা কয়েক দফা আমার নির্বাচনী পোষ্টার ছিড়ে দিয়েছে। এ বিষয়ে ষোলটাকা ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা ড. আসাদুজ্জামান বলেন, প্রচারমাইক ভাংচুরের অভিযোগ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রসঙ্গত, আগামী ৭মে ৪র্থ ধাপে মেহেরপুরের গাংনী উপজেলার ৯টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে । ষোলটাকা ইউনিয়নে আ.লীগ প্রার্থী আমিনুল কবির দেলবার, আ,লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান আয়ুব হোসেন এবং বিএনপি প্রার্থী মনিরুজ্জামান মনি নির্বাচনে প্রতিদ্বন্দীতা করছেন।