তথ্য প্রযুক্তি

গাংনীতে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ’র উদ্বোধন

By মেহেরপুর নিউজ

March 19, 2019

মেহেরপুর নিউজ, ১৯ মার্চ: “বিজ্ঞান ও প্রযুক্তি, অগ্রগতির মুল শক্তি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেরপুরের গাংনী উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা ও জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা চত্বরে মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহিদুজ্জামান খোকন প্রধান অতিথি হিসেবে উপস্থিৎ থেকে অনুষ্ঠানের উদ্বোধনী ঘোষনা করেন।

পরে সংক্ষিপ্ত বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের আগামী দিনে সোনার বাংলাদেশ গড়ে তুলতে ভুমিকা রাখতে হবে। তোমরাই আমার সোনার বাংলাদেশ গড়ার কারিগর তোমাদের মানুষের মতো মানুষ হতে হবে। আর তোমাদের দ্বারাই আগামীতে একটি নতুন গাংনী গড়ে তোলা সম্ভব হবে। এমপি সাহিদুজ্জামান খোকন এন্ড্রয়েড মোবাইল ব্যবহারের পর সতর্ক করে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা যদি সফল হতে চাও তাহলে অন্তত উচ্চমাধ্যমিক পাশ করার আগে এন্ড্রোয়েড মোবাইলের কাছে যাবেনা। এটা তোমাদের শরীর ও মন দুটোই নষ্ট করে দিবে- তোমরা মানুষের মতো মানুষ হতে পারবেনা। কারণ এন্ড্রায়েড ফোন মাদকের মতো ভয়াবহ। মাদকাসক্ত কেউ যেমন জীবনে সফল হতে পারেনা তেমন এই এন্ড্রোয়েড ফোনের আসক্ত হলে তোমরা কেউ লক্ষ্যে পৌছতে পারবে না। তিনি বলেন, সমাজ থেকে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য মাদক, সন্ত্রাসকে নির্মুল করতে হবে ও এন্ড্রোয়েড ফোন থেকে মুক্ত রাখতে হবে। পরে তিনি মেলার প্রত্যেকটি ষ্টল ঘুরে দেখেন। উপজেলা নির্বাহি কর্মকর্তা বিষ্ণু পদ পাল এর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন,গাংনী থানার অফিসার ইনচার্জ হরেন্দ্র নাথ সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ গোলাম মোস্তফা, গাংনী সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে এমপি পত্মি লাইলা আরজুমান শিলা সহ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনি, আওয়ামী লীগ নেতা আতাউর রহমান আতা, গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আফজাল হোসেন, করমদী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলম হুসাইন সহ উপজেলার সকল বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিৎ ছিলেন।