মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৯ নভেম্বর: মেহেরপুরের গাংনী উপজেলার সাহেবনগর গ্রামে চার্জার লাইট চার্জ দিতে গিয়ে আলতাফন নেছা (৪৮) নামের এক গৃহবধু বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। আলতাফন নেছা সাহেবনগর দক্ষিণপাড়া এলাকার আব্দুর রাজ্জাকের স্ত্রী। আজ বুধবার সকাল ৮ টার দিকে তার নিজ ঘরে এ ঘটনা ঘটে। সাহেবনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশিদ পারিবারিক সূত্রের বরাত দিয়ে জানান, গৃহবধু আলতাফন নেছা ঘরের মধ্যে আলাউদ্দীন বাতি (চার্জার লাইট) চার্জ দিতে গিয়ে ছকেটের মধ্যে হাতের দুটি আঙ্গুল ঢুকে যায়। এসময় গৃহবধু আলতাফন নেছার আত্মচিৎকারে পরিবারের লোকজন এসে তাকে মূমূর্ষ অবস্থায় উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিতে গিয়েই মারা যায়। নিহতের মৃতদেহ পারিবারিকভাবে দাফনের প্রস্তুতি চলছে।